রংপুর মেডিকেল কলেজের সদ্য পদোন্নতি পাওয়া অধ্যক্ষ মাহফুজার রহমানকে অবশেষে স্বাস্থ্য বিভাগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব দুর-রে-শাহওয়াজের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমানকে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি এবং দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যাপক শরিফুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। ১১ নভেম্বরের মধ্যে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ (সদ্য সাবেক) মাহফুজার রহমান বদলি কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
গত ২৯ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেনের সই করা এক চিঠিতে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ শাহ মো. সরওয়ার জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে একই কলেজের উপাধ্যক্ষ মাহফুজার রহমানকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয় সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকে।
মাহফুজার রহমানকে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়ার দিন থেকেই তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। তাঁকে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসর উল্লেখ করে অব্যাহতির দাবিতে আন্দোলনে শুরু করেন বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতা। আট দিন ধরে আন্দোলনকারী ব্যক্তিরা টানা বিক্ষোভ সমাবেশ করেন এবং গতকাল হাসপাতালে দুই ঘণ্টার প্রতীকী কর্মবিরতি কর্মসূচি পালন করে।