চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদের বাড়ির সামনে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার সকালে উপজেলা মনাকষা এলাকায়
চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদের বাড়ির সামনে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার সকালে উপজেলা মনাকষা এলাকায়

চাঁপাইনবাবগঞ্জ-১ আসন

আচরণবিধি ভেঙে নৌকার প্রার্থীর বাড়ির সামনে হাজারো নেতা-কর্মীর সভা

আচরণবিধি লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য সামিল শাদ্দিন আহমেদের বাড়ির সামনে প্যান্ডেল করে হাজারো নেতা-কর্মীর সভা করার অভিযোগ উঠেছে। প্রতীক বরাদ্দের আগেই আচরণবিধি ভেঙে আজ শুক্রবার সকালে এ সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে সভায় বক্তব্য দেন অনেকে। সভায় অংশ নেওয়া সবার জন্য ছিল খাবারের আয়োজন।

জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮–এর ১২ ধারা অনুযায়ী, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল মনোনীত প্রার্থী কিংবা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল আটটা পর্যন্ত প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

সভা সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নির্বাচন করতে মতিবিনিময় সভায় শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সব নেতা উপজেলার বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, দলীয় জনপ্রতিনিধি এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের চিঠি দেন সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ। সভায় কয়েক শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল কবীর ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম খান উপস্থিত হননি। সভায় অংশ নেওয়া সবাইকে খাবারের প্যাকেট সরবরাহ করা হয়।

সভার ব্যানারে লেখা ছিল, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে মতবিনিময়। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদসহ অন্য নেতারা বক্তব্য দেন। বক্তারা নৌকার প্রার্থীকে জয়ী করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন এবং নৌকার পক্ষে ভোট চান। সভায় অনুপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নৌকার পক্ষে কাজ না করলে তাঁদের বহিষ্কারের দাবি জানান কেউ কেউ।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হায়াত প্রথম আলোকে বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করবেন। আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

সভায় অংশ নেওয়া উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা বাড়ির সীমানার মধ্যে নির্বাচন পরিচালনার একটা রোডম্যাপ তৈরির করতে নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় করেছি। এটা কোনো জনসভা বা পথসভা নয়। আলোচনা করতে সময়েরও ব্যাপার। তাই খাবারের ব্যবস্থাও করতে হয়। এতে আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না, জানা নেই। আমরা আচরণবিধি মেনেই নির্বাচন করতে চাই।’