পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ১১ কেজি ওজনের বোয়াল। শুক্রবার সকালে উপজেলার আন্ধারমানিক এলাকায়
পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ১১ কেজি ওজনের বোয়াল। শুক্রবার সকালে উপজেলার আন্ধারমানিক এলাকায়

পদ্মায় জেলের জালে ১১ কেজির বোয়াল, ২০ হাজারে বিক্রি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ১১ কেজি ওজনের একটি বোয়াল ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় জেলে শুকুর আলীর জালে মাছটি ধরা পড়ে। আজ শুক্রবার স্থানীয় আন্ধারমানিক বাজারে ২০ হাজার ৩০০ টাকায় এক আড়তদার মাছটি কিনে নেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যায় উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের জেলে শুকুর আলী পদ্মা নদীতে মাছ ধরতে যান। গতকাল দিবাগত রাতে জাল ফেলে টেনে তোলার সময় বোয়াল মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য আজ আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে আসেন শুকুর। পরে ১১ কেজির বোয়ালটি ২০ হাজায় ৩০০ টাকায় বিক্রি করেন।

জেলে শুকুর আলী প্রথম আলোকে বলেন, গতকাল রাত দুইটার দিকে জাল তুলতেই বুঝতে পারেন, জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। টেনে নৌকায় তুলতেই বোয়াল মাছটি দেখতে পান। আজ সকালে আন্ধারমানিক বাজারে সুবল রাজবংশীর আড়তে মাছটি নিয়ে যান। পরে ২০ হাজার ৩০০ টাকায় বিক্রি করেন।

সুবল রাজবংশীর ছেলে সুমন রাজবংশী বলেন, ১১ কেজির বোয়াল মাছটি আড়তে আনার পরপরই হাঁকডাকে ২০ হাজার ৩০০ টাকায় বোয়ালটি কেনেন তিনি।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল হক ইকরাম বলেন, হরিরামপুরে পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় আকৃতির বোয়াল, বাগাড়, আইড়, পাঙাশ, রুই, কাতলাসহ বিভিন্ন মাছ জেলেদের জালে ধরা পড়ছে।