মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গোরস্তানের দেয়ালের সঙ্গে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন অপর এক আরোহী। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার কামারখাড়া ইউনিয়নে বেশনাল গোরস্তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মো. নাসির ছৈয়াল (২৬) ও মোকসেদ গাজী (২৭)। আহত তরুণ হলেন মো. সোহাগ (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত দুইটার দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন নাসির, মোকসেদ ও সোহাগ। মোটরসাইকেল চালাচ্ছিলেন নাসির, তাঁর পেছনে বসে ছিলেন মোকসেদ ও সোহাগ। তাঁরা বেশনাল গোরস্তান এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান নাসির। এতে গোরস্তানের দেয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় অপর এক মোটরসাইকেলের আরোহী রমি সরদার ঘটনাস্থলে এসে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এবং তাঁদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
রমি সরদারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মোকসেদ গাজী মারা যান। নাসির ও সোহাগকে আহত অবস্থায় উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। সোহাগকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আজ বুধবার সকালে টঙ্গিবাড়ীর দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক (এসআই) এম আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত দুজনের লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।