চট্টগ্রামের বাঁশখালীতে নিজ বাড়ির শোবার ঘর থেকে এক ডেকোরেটর ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মোহাম্মদ বাদশা (৫৬)। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি মাইজপাড়া এলাকার নিজ বাড়িতে তাঁর লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মোহাম্মদ বাদশা গ্রামের শাহাদাত মার্কেটে ডেকোরেটরের ব্যবসা করতেন। তাঁর ছেলে এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘সকালে আমার বড় ভাই বাবার ঘরে মোবাইল খুঁজতে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় বাবার লাশ মেঝেতে পড়ে আছে। তখন আমরা পুলিশে খবর দিই। বাবা ব্যবসা করতেন, কিন্তু কারও সঙ্গে শত্রুতা ছিল না। কেন আমার বাবাকে খুন করা হলো, বুঝতে পারছি না।’
খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যান আনোয়ারা সার্কেলের এএসপি (সহকারী পুলিশ সুপার) কামরুল হাসান ও বাঁশখালী থানা-পুলিশ। পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মুরিদুল আলম বলেন, ‘গ্রাম পুলিশ সকালে বিষয়টি জানালে ঘটনাস্থলে যাই। তবে শত্রুতা নাকি চুরি করতে গিয়ে খুন, তা বোঝা যাচ্ছে না।’
এ বিষয়ে বাঁশখালী থানার এসআই পেয়ার আহমদ বলেন, প্রাথমিকভাবে লাশের পেটে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের আগে এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না।