নারায়ণগঞ্জ-৪ আসন

শামীম ওসমানের বিরুদ্ধে দলীয় মনোনয়ন লড়াইয়ে শ্রমিকনেতা কাউসার

সংসদ সদস্য শামীম ওসমান (বাঁয়ে) ও শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের বর্তমান আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে দলের মনোনয়ন লড়াইয়ে নেমেছেন শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ (পলাশ)। এ আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি।

কাউসার জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। মনোনয়নের প্রত্যাশায় দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য শামীম ওসমানও। তাঁর বিরুদ্ধে নিজ দলের আরও একজনের মনোনয়ন লড়াইয়ের বিষয়টি এখন নারায়ণগঞ্জে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের প্রার্থী মনির হোসেন কাশেমীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ দলীয় প্রার্থী শামীম ওসমান। এর আগে ১৯৯৬ সাল, ২০১৩ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ সদস্য নির্বাচনে এই আসন থেকে তিনি নির্বাচিত হন।

শামীম ওসমানের বিরুদ্ধে তাঁর সংসদীয় আসনে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকায় জলাবদ্ধতার সমস্যা নিরসনে ব্যর্থতার অভিযোগ তুলে কাউসার আহমেদ প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ভেঙে বেহাল অবস্থায় থাকলেও তা মেরামতে ব্যর্থ হয়েছেন সংসদ সদস্য। এলাকায় মাদক ও সন্ত্রাস বেড়েছে। গত জাতীয় সংসদ সদস্য নির্বাচনের আগে এ সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দিলেও তিনি তা বাস্তবায়ন করতে পারেননি। কাউসার আহমেদের বিশ্বাস, দল তাঁকে মনোনয়ন দেবে। তিনি বলেন, ‘আমি ও আমার পরিবার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মনোনয়ন পেলে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’

কাউসার আহমেদের অভিযোগ প্রসঙ্গে শামীম ওসমান প্রথম আলোকে বলেন, দলের হয়েও সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তোলা মানে দলের বিরুদ্ধেই অভিযোগ আনা। ডিএনডি এলাকার জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ডিএনডির জলাবদ্ধতা নিরসনে ১ হাজার ৩০০ কোটি টাকার প্রকল্পের কাজ চলমান রয়েছে। আগামী বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হবে। তাহলে জলাবদ্ধতা থাকবে না। এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ১৪০ ফুট প্রশস্তকরণ প্রকল্পের ডিপিপি হয়ে গেছে।

নিজের নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন দাবি করে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও আইটি ইনস্টিটিউট হচ্ছে। শুধু ফতুল্লা এলাকায় এলজিইডির ৬০০ কোটি টাকার বেশি উন্নয়নকাজ হয়েছে। নারায়ণগঞ্জে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, তা অনেক জায়গায় হয়নি বলে দাবি তাঁর। এলাকায় মাদক ও সন্ত্রাসের অভিযোগ প্রসঙ্গে শামীম ওসমান বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে কারও একার পক্ষে সম্ভব নয়। প্রশাসনসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করা যাবে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে শামীম ওসমান ও কাউসার আহমেদ ছাড়াও স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাশেদুল ইসলাম। তিনি নারায়ণগঞ্জের একটি অনলাইন সংবাদ পোর্টালের নির্বাহী সম্পাদক। রাশেদুল প্রথম আলোকে বলেন, ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতা বেড়েছে। এগুলো নির্মূলে বিগত দিনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সংসদ সদস্য বিভিন্ন সময় এগুলো নির্মূলের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি। তাই প্রতিবাদের অংশ হিসেবে এবং পরিবর্তনের লক্ষ্যে স্বতন্ত্র থেকে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।