শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জাতীয় নির্বাচনের মাধ্যমে আবার প্রধানমন্ত্রী করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। আজ শুক্রবার বেলা ১১টায় গোপালগঞ্জের ব্যাংকপাড়া আওয়ামী কার্যালয় থেকে দলটির নেতা-কর্মীরা মিছিল বের করেন।
মিছিলটি কোর্ট মসজিদ, কোর্ট এলাকা হয়ে চৌরঙ্গী গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনব।’ অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করে তিনি বলেন, ‘সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান নেই। সংবিধান বহাল রেখে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে, এটা অবৈধ।’
সাহাব উদ্দিন আজম আরও বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার যে নীল নকশা এঁকেছিল, তা ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্ট। তারা (যুক্তরাষ্ট্র) বাংলাদেশের সেন্ট মার্টিন নেওয়ার জন্য দেশরত্ন শেখ হাসিনাকে বলেছিল। কিন্তু শেখ হাসিনা তাদের প্রস্তাবে রাজি হননি। এখন ড. ইউনূসের মাধ্যমে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে।’
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, প্রচার সম্পাদক সিকদার নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক আলীমুজ্জামান বিটুসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।