ভোলায় এক ব্যক্তির কাছ থেকে ২৩ কেজি হরিণের মাংস জব্দ

ফয়েজউল্যাহর কাছ থেকে ২৩ কেজি ৩০০ গ্রাম হরিণের মাংস জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড
ছবি: প্রথম আলো

ভোলার তজুমদ্দিন উপজেলায় শশীগঞ্জ সিট্রাকঘাট থেকে দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের সদস্যরা এক ব্যক্তির কাছ থেকে ২৩ কেজি হরিণের মাংস জব্দ করেছেন। গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

ওই ব্যক্তির নাম মো. ফয়েজউল্যাহ (৪৫)। তিনি তজুমদ্দিন উপজেলার কাজীকান্দি গ্রামের মৃত কুট্টি মিয়ার ছেলে। ফয়েজউল্যাহ পেশায় অটোরিকশাচালক।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বেলা দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা উপজেলার শশীগঞ্জ সিট্রাকঘাট-সংলগ্ন এলাকায় অভিযান চালান। সিট্রাক শহীদ সেরনিয়াবাদ থেকে নামার সময় ফয়েজউল্যাহর কাছ থেকে ২৩ কেজি ৩০০ গ্রাম হরিণের মাংস জব্দ করা হয়।

পরে জব্দ করা হরিণের মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ফয়েজউল্যাহকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছেন।