গ্রেপ্তার
গ্রেপ্তার

সিলেটে মাদকবিরোধী অভিযানে ইউপি চেয়ারম্যানসহ তিনজন গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

আজ মঙ্গলবার ওই তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে আওয়ামী লীগ দলীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন চেয়ারম্যান রয়েছেন।

গ্রেপ্তার ব৵ক্তিরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের হাসনাত (২১), চরগাঁও গ্রামের বজলু চৌধুরী (৫৫) ও সিলেট নগরের মেজরটিলা মুগিরপাড়া এলাকার বাসিন্দা হাবীবুর রহমান হাবিব (৩৮)। হাবীবুর নবীগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান ও পৌর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তিনি সর্বশেষ ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় কালো রঙের একটি ব্যক্তিগত গাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে তিন বোতল বিদেশি মদ জব্দ করে। এ সময় গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, মাদক উদ্ধারের ঘটনায় তিনজনকে আসামি করে থানায় পুলিশ মামলা করেছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়। বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় নারী নির্যাতন, চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে।