কক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ ধরার সময় নৌকাসহ ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ২০ জেলেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জেলেদের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
এর আগে গত মঙ্গলবার বিকেলে টেকনাফে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনাসংলগ্ন নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি বৈদ্যপাড়া এলাকা থেকে জেলেদের ধরে নিয়ে যান আরকান আর্মির সদস্যরা।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন টেকনাফ উপজেলার শাহ আলম (২৮), আসমত উল্লাহ (১৮), আবদুস শুক্কুর (৩২), আবুল হোছন (৪৫), আয়ুব খান (৪৮), নুর হোছন (৪৫), মো. বেলাল (২৯), সলিম (৩৫), আবদুল কাদের (২৫), মো. হাশিম (৩৫), মো. হোছেন (২৮), মহি উদ্দিন (২৬), এনায়েত উল্লাহ (৩০), নুর হাফেজ (৪০), মো. ইয়াছিন (৩৫), আবদু রহিম (৪৪), হাছান আলী (৫৩), ওসমান গণি (৩০), মহেশখালী উপজেলার ইবনে আমিন (২৭) এবং উখিয়া উপজেলার আবদু শুক্কুর (৪৬)।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, বিজিবির প্রচেষ্টা ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের মাধ্যমে ২০ জন বাংলাদেশি জেলেকে ফেরত আনা হলো। তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম ও শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি আবদুল গণি বলেন, জেলে পরিবারগুলো দুশ্চিন্তায় মুক্ত হয়েছে। জেলেদের ফেরত আনায় তাঁরা বিজিবিকে ধন্যবাদ জানান।