পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ককটেলসদৃশ বস্তুর আঘাতে মো. রবিউল ইসলাম (৫২) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা সোনাপাতিলা-ভারিয়া পাড়া সীমান্তের ৪১৫ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কৃষক রবিউল ইসলাম সোনাপাতিলা-ভারিয়া পাড়া এলাকার ঝরু মোহাম্মদের ছেলে। তাঁকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে দুপুরে বিওপি ক্যাম্প পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া কাল শুক্রবার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করেছে বিজিবি।
আহত কৃষকের স্বজনদের বরাত দিয়ে ধামোর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য খোরশেদ আলম কুদ্দুস বলেন, সোনাপাতিলা-ভারিয়া পাড়া এলাকাটি ভারতীয় সীমান্তঘেঁষা হওয়ায় স্থানীয় কৃষকেরা প্রায় সময়ই শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) মরিচ শুকান। আজ দুপুরে রবিউলসহ এলাকার কয়েকজন কৃষক সেখানে মরিচ শুকাতে দেন। দুপুর ১২টার পর ভারতের ধনিরহাট বিএসএফ ক্যাম্পের কিছু সদস্য কৃষকদের সেই মরিচ নিয়ে যেতে শুরু করলে কৃষকেরা বাধা দেন। এ সময় বিএসএফ সদস্যদের একজন রবিউলকে লক্ষ্য করে ককটেলজাতীয় বস্তু নিক্ষেপ করে চলে যান। এতে চোখে-মুখে গুরুতর আঘাত পান তিনি।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় আহত রবিউল ইসলাম বলেন, ‘আমরা অনেক মানুষ ওখানে মরিচ শুকাতে দিয়েছিলাম। এর আগে বাংলাদেশের একটা গরু ভারতের দিকে চরে গিয়েছিল। পরে গরুটি আবার চলে আসে। এর মধ্যে বিএসএফের পাঁচ থেকে ছয়জন সদস্য এসে আমাদের মরিচগুলো নিয়ে যাচ্ছিল। আমি বাধা দিতে গেলে তাঁদের হাতে থাকা কী যেন আমার মাথার ডান দিকে ফুটিয়ে দিল। সেই থেকেই আমার চোখ বন্ধ হয়ে গেছে। আর খুলতে পারছি না।’
হাসপাতালের চিকিৎসক রহিমুল ইসলাম বলেন, বেলা দেড়টার দিকে চোখে-মুখে আঘাত ও ক্ষত নিয়ে রবিউল নামের ওই ব্যক্তি হাসপাতালে আসেন। গুলিজাতীয় কোনো কিছুর আঘাত দেখা গেছে তাঁর চোখে-মুখে। আঘাত খুব গুরুতর না হলেও চোখের আঘাতের কারণে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজিবির মীরগড় কোম্পানির কমান্ডার মো. আমিনুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিএসএফ সদস্যরা ককটেলজাতীয় কোনো কিছু ওই কৃষকের ওপর নিক্ষেপ করেছেন। এতে তিনি আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে দুপুরে বিএসএফের ধনিরহাট ক্যাম্পের সদস্যদের সঙ্গে বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় কাল কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।