মাদারীপুরে ভগ্নিপতির ‘হাতুড়িপেটায়’ শ্যালক নিহত

মাদারীপুর জেলার মানচিত্র
মাদারীপুর জেলার মানচিত্র

মাদারীপুরের রাজৈর উপজেলায় বোনের পারিবারিক বিরোধ মেটাতে এসে ভগ্নিপতির ‘হাতুড়িপেটায়’ রিপন শেখ (২৪) নামের এক তরুণ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত আটটার দিকে উপজেলার পূর্ব সরমঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন শেখ পশ্চিম রাজৈরের দক্ষিণপাড়া এলাকার আবদুল রব শেখের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানা গেছে, রাজৈরের পূর্ব সরমঙ্গল এলাকার আলমগীর ফকিরের ছেলে রাজ্জাক ফকির পারিবারিক কলহের জেরে গতকাল বিকেলে স্ত্রী রিপা বেগমকে (২৪) মারধর করেন। এ খবর জানতে পেরে ভাই রিপন শেখ বিরোধ মেটাতে বোন রিপার শ্বশুরবাড়িতে যান। বিষয়টিতে রেগে গিয়ে ভগ্নিপতি রাজ্জাক রিপনকে হাতুড়িপেটা করেন। বাধা দিতে গেলে রিপাকেও মারধর করেন। পরে গুরুতর অবস্থায় আহত ভাই–বোনকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিপন মারা যান। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রিপনের মা মর্জিনা বেগম বলেন, ‘জামাই রাজ্জাক ফকির আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে মেয়ে ও ছেলেকে মারধর করে। পরে হাসপাতালে ছেলে রিপন মারা যায়। আমি এর বিচার চাই।’

এদিকে ঘটনার পর থেকে দুলাভাই রাজ্জাক ফকির পলাতক আছেন। অভিযোগের বিষয় জানতে তাঁর মুঠোফোন নম্বরে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত রাজ্জাককে ধরতে পুলিশের অভিযান চলছে।