টাঙ্গাইলের সখীপুরের বাবলু মিয়া (৩৫) নামের এক মাটি ব্যবসায়ীকে কালিহাতী উপজেলার গান্ধীনা এলাকায় ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবলু। মৃত্যুর আগে স্বজনদের কাছে হামলাকারীদের নাম বলে গেছেন তিনি। এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নিহত বাবলু মিয়া সখীপুর উপজেলার কালিয়ান মাদ্রাসাপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। তিনি গ্রামে মাটির ব্যবসা করতেন। এ ঘটনায় কামাল হোসেন বাদী হয়ে ১৪ জনকে আসামি করে আজ বিকেলে কালিহাতী থানায় মামলা করেছেন।
নিহত বাবলুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মাটি ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার রাত আটটার দিকে বাবলু মিয়াকে ডেকে পাশের কালিহাতী উপজেলার গান্ধীনা বাজারের একটি দোকানের ভেতর নিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে গিয়ে বাবলুকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে বাবলু মিয়া হত্যাকারীদের নাম বলে গেছেন। স্বীকারোক্তিমূলক ওই ভিডিও আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে মামলায় আসামিদের নাম দেওয়া হয়েছে। হত্যার ঘটনায় সখীপুরের কালিয়ান ও কালিহাতীর গান্ধীনা এলাকার মাটি ব্যবসায়ীরা জড়িত রয়েছেন বলে পুলিশ জানায়।
বাবলুর চাচা মালেক মিয়া বলেন, শনিবার রাত আটটার দিকে এক প্রতিবেশী বাবলুকে ডেকে গান্ধীনা বাজারের রাহিনের সিমেন্টের দোকানের কাছে নিয়ে যান। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা ওই এলাকার হারুন, সোহেলসহ কয়েকজন বাবলুকে ধাক্কা দিয়ে দোকানের ভেতর ফেলে দেয়। পরে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম ভূঁইয়া প্রথম আলোকে জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।