গাজীপুরে সিএনজি স্টেশনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির নাম মো. পারভেজ (৩৩)। তাঁর শরীরের ৮৬ শতাংশ দগ্ধ ছিল। এর আগে ১৪ অক্টোবর একই ঘটনায় মিঠু নামের এক ব্যক্তি মারা গেছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হাজী ওয়াহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডারবোঝাই একটি কাভার্ড ভ্যান গ্যাস নিতে যায়। স্থানীয় একটি কারখানার অর্ধশতাধিক সিলিন্ডার ওই কাভার্ড ভ্যানে ছিল। গ্যাস নেওয়ার সময় হঠাৎ একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে কাভার্ড ভ্যানটিতে আগুন লেগে পাঁচজন দগ্ধ হন।

ওই অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আলামিন (২৫), আনোয়ার (৩০) ও সিরাজুল ইসলাম নামের তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।