মরদেহ
মরদেহ

মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, হাসপাতালে আহত একজনের মৃত্যু

মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নিহত ব্যক্তির নাম ওয়াজেদ আলী মোল্লা (৫৪)। তিনি সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের তোরাপ আলী মোল্লার ছেলে। নিহত ব্যক্তি পেশায় পল্লিচিকিৎসক ছিলেন। গত বুধবার সকালে সদর উপজেলার ডেফুলিয়া বাজারে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ওয়াজেদ আলী নিহত হন।

নিহত ওয়াজেদ আলীর ভাই মনিরুল ইসলাম জানান, ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপির একটি পক্ষ এলাকায় বিভিন্ন লোকজনকে মারধর, হামলা ও ভাঙচুর করছিল। অন্যদিকে দলমত–নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে ছিলেন ওয়াজেদ আলী মোল্লা ও তাঁর লোকজন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

এমন পরিস্থিতিতে বুধবার সকালে ডেফুলিয়া বাজারে উজ্জ্বল মোল্লা নামের এক ব্যক্তিকে মারধর করেন প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনার জের ধরে ডেফুলিয়া বাজারে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৪ জন আহত হন। তাঁদের মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্য থেকে গুরুতর আহত শিমুল নামের একজনকে ঢাকায় পাঠানো হয়। আর গতকাল সকালে ওয়াজেদ আলীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল প্রথম আলোকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল। সেখানে আহত একজন মারা গেছেন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। তবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।