রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই স্থানে পাহাড়ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিতে এ পাহাড়ধসের ঘটনা ঘটে। আজ শুক্রবার বেলা একটার দিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সড়কটি সচল করতে উপজেলা প্রশাসন কাজ করছে বলে জানা যায়।
বাঘাইছড়ি উপজেলা জিপ ও বাস কাউন্টারের ব্যবস্থাপক প্রদীপ দাশ প্রথম আলোকে বলেন, পাহাড়ধসে মাটি সড়কে পড়ে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুই দিকে আটকা পড়েন অনেক মানুষ।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘাইছড়িতে গতকাল রাতে ভারী বৃষ্টি হয়। বৃষ্টির পানিতে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকার পাহাড়ের মাটি ধসে সড়কে এসে জমা হয়। আজ শুক্রবার সকালে দীঘিনালা ও বাঘাইছড়ি উপজেলা সদর থেকে যানবাহন নিয়ে চালকেরা ওই সড়কে মাটি ও পাথরের টুকরো পড়ে থাকতে দেখেন। এ সময় দুই দিক থেকে অর্ধশতাধিক ছোট-বড় যানবাহন আটকা পড়ে। বেলা ১১টার দিকে মোটরসাইকেল চালকেরা সড়কের একপাশের কিছু মাটি সরিয়ে কোনো রকমে মোটরসাইকেল চলার জায়গা করেন। তবে অটোরিকশা, বাস, জিপ, ট্রাকসহ বড় যানবাহন চলাচল বন্ধ ছিল।
আজ বেলা সাড়ে ১১টার দিকে সড়ক থেকে মাটি-পাথর সরানোর কাজ চলছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার প্রথম আলোকে বলেন, সড়কের ওপর জমে থাকা মাটি সরানোর কাজ চলছে। আশা করছি দুয়েক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।