জমিসংক্রান্ত বিরোধের জেরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শামীম মিয়া (২৫) নামের এক শারীরিক প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিপক্ষের লোকজন শামীমের মা শাহীনা বেগম (৪৫) ও তাঁর স্ত্রীর বড় ভাই জাহাঙ্গীর আলমকেও (২৫) কুপিয়ে গুরুতর আহত করেছেন। তাঁরা দুজন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নিহত শামীম মিয়া দক্ষিণ কুশলনগর গ্রামের নায়েব আলীর ছেলে। তাঁর ঘাড়ে কিছুটা সমস্যা ছিল, তিনি সোজা হয়ে চলতে পারতেন না।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শামীমের বাবা নায়েব আলী ও তাঁর চাচা সাইফুল ইসলামের মধ্যে ১৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল সোমবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে শামীম বেগুনের চারা রোপণ করেন। কিন্তু ওই রাতেই বেগুনের চারাগুলো উপড়ে ফেলা হয়।
মঙ্গলবার সকালে শামীম ও তাঁর মা বিষয়টি সাইফুল ইসলামকে বলতে যান। এ সময় তাঁদের মধ্যে প্রথমে ঝগড়া হয়। একপর্যায়ে সাইফুল ইসলাম ও তাঁর তিন ছেলে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। এ সময় জাহাঙ্গীর আলম তাঁদের বাঁচাতে গেলে, তাঁকেও কোপানো হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে শামীম মিয়াকে চিকিৎসকেরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে বলেন। ওই হাসপাতালে নেওয়ার পথেই শামীম মিয়ার মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রামদা, লোহার ফালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মাঠে কাজ করছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।