মধ্যরাতে কামারখন্দে গমবোঝাই ট্রাকে আগুন দিল দৃর্বৃত্তরা

সিরাজগঞ্জের কামারখন্দে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া গমবোঝাই ট্রাক
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে মধ্যরাতে গমবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার মফিজ মোড়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে গমবোঝাই একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। ট্রাকটি গতকাল রাত একটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মফিজ মোড় এলাকায় পৌঁছালে তাতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে কামারখন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।

কামারখন্দ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবদুর রহমান বলেন, ‘মাঝরাতে খবর আসে, মফিজ মোড়ে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।’

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, গমবোঝাই ট্রাকটি ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। আগুন নিয়ন্ত্রণে আনার পর ট্রাকটি থানায় আনা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।