নিখোঁজের এক দিন পর ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার তীরনই নদ থেকে মা ও দুই ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁরা নদে নিখোঁজ হওয়ার পর আজ বুধবার সকাল নয়টার দিকে তাঁদের লাশ পাওয়া যায়।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের আবদুর রহিমের স্ত্রী নাসিমা বেগম (৩৫) এবং তাঁর দুই ছেলে শাওন (৮) ও সিফাত (৪)। লাশ উদ্ধারের সময় মায়ের পরনের ওড়নার সঙ্গে ছেলেদের হাত বাঁধা ছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে কাশিডাঙ্গা গ্রামের আবদুর রহিমের ছেলে শাওন তার ছোট ভাই সিফাতকে নিয়ে তীরনই নদে গোসল করছিল। এ সময় তাদের মা নাসিমা বেগম এসে নিজের ওড়নায় দুই ছেলের হাত বেঁধে নদে ঝাঁপ দেন। নদে প্রবল স্রোত থাকায় মুহূর্তেই তলিয়ে যান তাঁরা। খবর পেয়ে পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তাঁদের খুঁজে পাওয়া যায়নি। আজ বুধবার সকালে ঘটনাস্থলের ২০০ গজ দূরে দুই ছেলের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রানীশংকৈল পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে।
রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার গভীর রাত পর্যন্ত নদের পানিতে মা ও ছেলেদের খোঁজ করা হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। আজ তাঁদের লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধারের সময় মায়ের পরনের ওড়না দিয়ে ছেলেদের হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করতে ছেলেদের হাত বেঁধে মা নদে ঝাঁপ দেন। এ ঘটনায় পেছনে কোনো প্ররোচনা থাকতে পারে।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম মণ্ডল সকাল ১০টার দিকে প্রথম আলোকে বলেন, নদ থেকে মা ও দুই ছেলের লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে।