মাদারীপুরে ডাসারে ইতালিপ্রবাসীর বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। বুধবার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া এলাকায়
মাদারীপুরে ডাসারে ইতালিপ্রবাসীর বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। বুধবার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া এলাকায়

মাদারীপুরে প্রবাসীর বাড়ি ভাঙচুর করে লুটপাটের অভিযোগ

মাদারীপুরের ডাসারে এক ইতালিপ্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ বুধবার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামের ইতালিপ্রবাসী সিফাত ঢালীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আটিপাড়া গ্রামের সামচুল হক ঢালীর ছেলে ইতালিপ্রবাসী সিফাত ঢালীর সঙ্গে প্রতিবেশী তারাই ঢালীর ছেলে ফরহাদ ঢালীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই জমি নিয়ে মাদারীপুর আদালতে একটি দেওয়ানি মামলাও চলমান। এর জেরে বুধবার ভোরে সিফাতের বাড়িতে দলবল নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে ফরহাদ ঢালীর বিরুদ্ধে। এ সময় দুটি বসতঘরে ব্যাপক ভাঙচুর চালান ফরহাদের লোকজন। হামলাকারীরা টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যান বলে অভিযোগ। বাধা দিলে পিটিয়ে আহত করা হয় দুজনকে।

মাদারীপুরে ডাসারে ইতালিপ্রবাসীর বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। বুধবার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া এলাকায়

ক্ষতিগ্রস্ত সামচুল হক ঢালী বলেন, আদালতে মামলা চলার পরও ফরহাদ ঢালী তাঁর লোকজন নিয়ে এসে ভাঙচুর চালান। লোহার বড় হাতুড়ি দিয়ে দেয়াল ভেঙে ফেলেন। ঘরে ঢুকে লুটপাট চালান। এ ঘটনায় তাঁরা আতঙ্কিত। এলাকায় থাকতে ভয় পাচ্ছেন। তাঁরা এ ঘটনার বিচার চান।

অভিযোগের বিষয় জানতে চাইলে ফরহাদ ঢালী বলেন, ‘আমরা কোনো হামলা সঙ্গে জড়িত নই। তাঁরা আদালতে নিজেদের দিকে রায় নিতে আমাদের নামে মিথ্যা প্রচার চালাচ্ছেন।’

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা এই ঘটনায় জড়িত, তাঁদের ধরতে পুলিশ কাজ করছে।