ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের দাবিতে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। আজ সোমবার বিকেল চারটার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নগরের প্রেসক্লাবের সামনে সড়কে বসে পড়েন।
বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল, ‘উত্তরবঙ্গের প্রতি বৈষম্য বন্ধ করো। উত্তরবঙ্গের প্রতিবাদী কণ্ঠস্বর, ডাকসুর সাবেক সমাজকল্যাণ সম্পাদক, জুলাই বিপ্লবের অন্যতম মাস্টারমাইন্ড আখতার হোসেনকে উপদেষ্টামণ্ডলীতে দেখতে চাই।’
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির জেলা সমন্বয়কারী আলমগীর নয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইমরান আহমেদ, নাহিদ হাসান খন্দকার, ইমতিয়াজ আহমেদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার রংপুর ও রাজশাহী বিভাগের সঙ্গে বৈষম্য করছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ১৩ জন চট্টগ্রাম বিভাগের হলেও উত্তরাঞ্চল থেকে কাউকে নেওয়া হয়নি। এটা জুলাই গণ-অভ্যুত্থানের পর রংপুরের সঙ্গে বড় বৈষম্য। বক্তারা গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক আখতার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নেওয়ার দাবি জানান।
আন্দোলনকারীরা সড়কে বসে প্রায় ঘণ্টাখানেক বৈষম্যবিরোধী বিভিন্ন স্লোগান দেন। আগামীকাল মঙ্গলবার অফিস সময়ের মধ্যে আখতার হোসেনকে উপদেষ্টা পরিষদে দেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সন্ধ্যায় কর্মসূচি শেষ হয়।