খুলনা নগরের শিববাড়ি মোড়ের চারটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে
খুলনা নগরের শিববাড়ি মোড়ের চারটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে

৯ দফা দাবিতে খুলনার শিববাড়ি মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত-বিচারসহ ৯ দফা দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার নগরের শিববাড়ি মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ৯ দফা দাবিতে আজ শিববাড়ি মোড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা আগেই দিয়েছিলেন খুলনার শিক্ষার্থীরা। ওই ঘোষণার পর শিববাড়ি মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সকাল থেকেই শিববাড়ি মোড় ও এর আশপাশের এলাকায় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। তবে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। দুপুর পৌনে ১২টার দিকে একটি বড় মিছিল নিয়ে শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে আসেন। সেখানে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন। পরে তাঁরা ওই মোড়ের চারটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেছেন। শান্তিপূর্ণভাবে তাঁদের কর্মসূচি শেষ হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে এর আগেও শিক্ষার্থীরা নগরের নতুন রাস্তা মোড়, শিববাড়ি মোড় ও জিরোপয়েন্ট এলাকায় অবরোধ করে কর্মসূচি পালন করেন।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে কেএমপির চারটি থানায় চারটি নাশকতার মামলা হয়েছে। এসব মামলার এজাহারে কারও নাম উল্লেখ না থাকলেও আসামি করা হয়েছে ২০০ থেকে ৪০০ জনকে। এসব মামলায় গতকাল পর্যন্ত ১০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের অধিকাংশই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।