জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্স বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবিতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুই দিনের কর্মবিরতি শুরুর তিন ঘণ্টা পর তা প্রত্যাহার করে নিয়েছে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকাল ৯টায় হিলি স্থলবন্দরে কর্মবিরতি শুরু হয়। পরে দুপুর ১২টায় কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। দাবির পরিপ্রেক্ষিতে আগামী ৭ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধির সঙ্গে ফেডারেল অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতাদের বৈঠকে বসার আশ্বাসে এ কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন বলেন, ‘কেন্দ্রীয় কমিটির ডাকা কর্মসূচির অংশ হিসেবে আমরা হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশনে কর্মবিরতি শুরু করেছিলাম। পরে দাবির পরিপ্রেক্ষিতে আগামী মাসের ৭ তারিখে ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতারা আলোচনায় বসবেন, এমন আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।’
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের বিধিমালা ২০২০–এর কিছু ধারা ও বিধি সংশোধনের দাবিতে ২১ জানুয়ারি ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি জরুরি সভা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২২ জানুয়ারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডে একটি পত্র পাঠানো হয় এবং দাবি বাস্তবায়নে বোর্ডকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড ওই দাবির পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ ও আগামীকাল মঙ্গলবার দুই দিন সারা দেশের স্থলবন্দর ও শুল্ক স্টেশনে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল।