‘কিংস পার্টি’-খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর ও মহাসচিব মো. শাহজাহান জামানত হারাচ্ছেন। তাঁরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নিজ নিজ আসনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেয়েছেন।
বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর–১ আসনে নির্বাচনে অংশ নেন। মোট প্রার্থী ছিলেন পাঁচজন। তাঁদের মধ্যে তিনজন জামানত হারাচ্ছেন। শাহ মোহাম্মদ আবু জাফর ছাড়া বাকি দুজন হলেন জাতীয় পার্টির মো. আক্তারজ্জামান খান ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. নুর ইসলাম সিকদার।
ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৩৭ হাজার ৫১৫টি। জামানত রক্ষা করতে হলে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ হিসাবে ২৯ হাজার ৬৮৯ ভোটের কম যাঁরা পেয়েছেন, তাঁরা জামানত হারাচ্ছেন। শাহ মো. আবু জাফর ২২ হাজার ৪৬৫টি, মো. আক্তারজ্জামান খান ১ হাজার ৩৫৯টি ও নুর ইসলাম সিকদার ১ হাজার ৮৮৯ ভোট পেয়েছেন।
ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, জামানত রক্ষা করতে প্রদত্ত ভোটের আট ভাগের ন্যূনতম এক ভাগ ভোট পেতে হয়। যেসব প্রার্থী ওই পরিমাণ ভোটের কম ভোট পেয়েছেন, তাঁরা জামানতের টাকা ফেরত পাবেন না।
এদিকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছিলেন বিএনএমের মহাসচিব মো. শাহজাহান। তিনি নোঙ্গর প্রতীক নিয়ে ১১৮টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১ হাজার ৭৪টি। এই আসনে সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হন আওয়ামী লীগের প্রার্থী জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান। তাঁর প্রাপ্ত ভোট ৩৬ হাজার ৪৬৮।