বরিশালের বাবুগঞ্জে গোয়েন্দা পুলিশ পরিচয়ে জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে জনতার হাতে আটক হওয়ার পর গ্রেপ্তার হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও ছাত্রদলের এক নেতা। গতকাল সোমবার বিকেলে দুজনকে বরিশালের আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার এইচ এম রেদোয়ান ইসলাম (৩৫) মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানার উপপরিদর্শক (এসআই) পদে আছেন এবং শাকিবুল ইসলাম ওরফে রাসেল (৩৫) বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি। গত রোববার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশ ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকা থেকে তাঁদের আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁদের বিরুদ্ধে বরিশাল বিমানবন্দর থানায় মারধর ও টাকা চুরির অভিযোগে একটি মামলা করা হয়।
পুলিশ জানায়, রোববার রাতে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশ ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় জুয়ার আসর বসায় স্থানীয় একদল ব্যক্তি। সেখানে গোয়েন্দা পুলিশ পরিচয়ে এসআই রেদোয়ান ইসলাম, ছাত্রদল নেতা শাকিবুলসহ আরও কয়েকজন উপস্থিত হন। তাঁরা জুয়ার আসরে বসা লোকজনকে মারধর করেন এবং টাকা ছিনিয়ে নেন। তবে লোকজনের সন্দেহ হলে ফোন করে বিমানবন্দর থানায় বিষয়টি জানান। তখন থানা থেকে জানানো হয়, ওই এলাকায় বিমানবন্দর থানার পুলিশ কোনো অভিযানে যায়নি।
পরে স্থানীয় লোকজন রেদোয়ান ও শাকিবুলকে আটক করে মারধর করেন। অন্য দুজন পালিয়ে যান। পরে আটক দুজনকে বিমানবন্দর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি হাতকড়া উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা জমিদারবাড়ির বাসিন্দা সৌরভ মিয়া চারজনকে আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা করেন। গতকাল বিকেলে ওই দুজনকে বরিশাল মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, কারাগারে পাঠানো এসআই রেদোয়ান ঝালকাঠির নলছিটি উপজেলার লক্ষ্মণকাঠি গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে এবং ছাত্রদল নেতা শাকিবুল বরিশাল নগরের পশ্চিম কাউনিয়া এলাকার মোজাম্মেল হক আকনের ছেলে। মামলার অপর দুই আসামি হলেন মশিউর রহমান ও মো. ফরিদ উদ্দিন। মামলায় তাঁদের বিরুদ্ধে পুলিশ পরিচয় দিয়ে অন্যায়ভাবে আটক করে মারধর ও ১ লাখ ৬ হাজার টাকা লুটের অভিযোগ আনা হয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বলেন, দুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বলেন, শাকিবুল ছাত্রদল বরিশাল মহানগরের সহসভাপতি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে। কারও ব্যক্তিগত অপকর্ম সংগঠন নেবে না।
বরিশালের কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এসআই রেদোয়ান ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।