চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বসতবাড়িতে অবৈধভাবে মজুত করা গ্যাস সিলিন্ডার
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বসতবাড়িতে অবৈধভাবে মজুত করা গ্যাস সিলিন্ডার

বসতবাড়িতে ছয় হাজার গ্যাস সিলিন্ডার মজুত

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বসতবাড়িতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত করে ব্যবসা পরিচালনা করছিলেন মো. ওসমান গণি নামের এক ব্যক্তি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে আজ সোমবার বিকেলে ওই বাড়িতে অভিযান চালিয়ে ছয় হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। এ সময় ওসমান গনিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর লোহাগাড়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার জাহিদের নেতৃত্বে একটি দল, এনএসআইয়ের একটি প্রতিনিধিদল ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসমান গনি লোহাগাড়া সদরের রশিদার পাড়া এলাকার বাসিন্দা। তাঁর প্রতিষ্ঠানের নাম আবু আহমেদ এন্টারপ্রাইজ। দীর্ঘদিন ধরে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিস্ফোরক অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এখানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে আসছিলেন বলে সূত্র জানায়। অভিযানের সময় ওই বাড়িতে ছয় হাজার গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। পরে সিলিন্ডারগুলো জব্দ করা হয়।