টাঙ্গাইলের ঘাটাইলে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় বাক্প্রতিবন্ধী এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে ঘাটাইল-ভূঞাপুর আঞ্চলিক সড়কের ঘাটাইল পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাক্প্রতিবন্ধী রাজমিস্ত্রি হলেন মো. সোহাগ মিয়া (২৫)। তিনি উপজেলার ছুনুটিয়া গ্রামের মো. আসাদ মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন বলেন, ভ্যানে করে সোহাগসহ ছয়জন কাজে যাচ্ছিলেন। পশ্চিমপাড়া শিশুপার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ভূঞাপুরমুখী একটি ড্রাম ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান সোহাগ।
ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সুজন মিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোহাগের মরদেহ উদ্ধার করে ঘাটাইল থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘাটাইল থানার উপপরিদর্শক মো. হাফিজুর রহমান বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।