রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান এহসানুল হাকিম আজ বুধবার দুধ দিয়ে গোসল করেছেন। দুধ দিয়ে গোসল করানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। উৎসুক এলাকাবাসী ভালোবেসে দুধ দিয়ে গোসল করিয়েছেন বলে দাবি বেসরকারিভাবে নির্বাচিত এই চেয়ারম্যানের।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বেসরকারিভাবে এহসানুল হাকিমকে বিজয়ী ঘোষণা করা হয়। এহসানুল হাকিম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি নবাবপুর ইউনিয়নের কুরশি গ্রামে। এহসানুল হাকিমের আপন চাচাতো ভাই মো. জিল্লুল হাকিম রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) সংসদ সদস্য।
নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ চারবার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিনবার বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন এহসানুল হাকিম।
গোসল করানোর একটি ভিডিওতে দেখা যায়, কুরশি গ্রামের বাড়ির উঠানে চেয়ারে বসে আছেন এহসানুল হাকিম। এক পাশের চেয়ারে তাঁর মা আছেন। আরেক পাশে আরেকজন নারী বসে আছেন। পাশে অনেকে গায়ে রং মেখে দাঁড়িয়ে আছেন। এরপর তাঁকে দুধ দিয়ে গোসল করানো হয়। গোসলের সময় স্লোগানও দেওয়া হয়।
এহসানুল হাকিমের এক সমর্থক নিজের ফেসবুকে দুধ দিয়ে গোসল করানোর ছবি দিয়ে লিখেছেন, ‘আল্লাহ পাক উপজেলার সর্বোচ্চ সম্মান আপনাকে দান করেছেন। আজ যেমন দুধ দিয়ে গোসল করে পবিত্র হলেন; আমৃত্যু এ পবিত্রতা ধরে রাখবেন, আপনার কাছে অনুরোধ। আমরা যারা আপনার সহচরী ছিলাম, আমাদের স্বপ্ন বালিয়াকান্দিকে একটা মডেল উপজেলা হিসেবে আপনি গড়ে তুলবেন। শুভকামনা আপনার জন্য প্রিয় বড় ভাই।’
জানতে চাইলে এহসানুল হাকিম বলেন, ‘উৎসুক এলাকাবাসী আমাকে ১৫ লিটার দুধ দিয়ে গোসল করিয়েছে। গ্রামবাসী এটি প্রতিজ্ঞা করেছিল। ভোটে জেতার পর তারা খুশি হয়ে আমাকে দুধ দিয়ে গোসল করিয়েছে।’
এহসানুল হাকিম আরও বলেন, ‘আমার ১ নম্বর কাজ হবে উপজেলাকে দুর্নীতিমুক্ত করা। আমাকে টাকার লোভী বলা হয়েছে। কিন্তু আমার তো বাপদাদার টাকার অভাব নেই। সে ১৫ বছর অনেক দুর্নীতি করেছে। টেন্ডার নিয়ে ক্যামনে ক্যামনে জানি কী করা হতো। এতে চেয়ারম্যানের লোক ছাড়া আর কেউ কাজ পেত না। আমি এসব অনিয়ম দূর করব।’
প্রসঙ্গত, বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এহসানুল হাকিম ৪২ হাজার ৬৮০ ভোট পেয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট।