বগুড়ায় থানায় হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের আরও এক নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর থানায় হামলার প্রধান হোতা ‘নুরু বাহিনীর’ প্রধান, উপজেলার মাঝিড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য বহিষ্কৃত সাধারন সম্পাদক নুরুজ্জামান
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর থানায় হামলার মামলায় নতুন করে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তির নাম রাসেল আলী (৩৪)। তিনি এই মামলার ২৭ নম্বর আসামি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। গতকাল মঙ্গলবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করেন। আজ বুধবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবির পরিদর্শক মুস্তাফিজ হাসান প্রথম আলোকে বলেন, থানায় হামলা ও পরে পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধারের মামলা দুটির তদন্তভার শাজাহানপুর থানা-পুলিশের কাছ থেকে গতকাল জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর নির্দেশে মামলা দুটি ডিবিতে হস্তান্তর করা হয়। এরপর রাতেই আসামি গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন তাঁরা। রাসেল আলী নুরুজ্জামানের ঘনিষ্ঠ সহযোগী।

‘নুরু বাহিনীর’ প্রধান নুরুজ্জামানসহ ও তাঁর সহযোগীর বাড়ি থেকে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল ও গুলি। গত রোববার বিকেলে বগুড়া ডিবি কার্যালয়ে

শাজাহানপুর থানায় হামলার মামলায় এ নিয়ে মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলো। এই মামলার প্রধান আসামি ‘নুরু বাহিনীর’ প্রধান নুরুজ্জামান শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং উপজেলার মাঝিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

থানায় হামলা মামলায় গ্রেপ্তার ৯ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড আবেদন শুনানির জন্য ১৬ এপ্রিল তারিখ ধার্য করেছেন আদালত।