কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়েছে। আজ রোববার সকালে পিরোজপুর পৌরসভার পালপাড়া মহল্লায়
কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়েছে। আজ রোববার সকালে পিরোজপুর পৌরসভার পালপাড়া মহল্লায়

কালবৈশাখীতে বসতঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে তাঁর ছয় বছরের মেয়ে। আজ রোববার সকালে পিরোজপুর পৌরসভার মরিচাল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রুবী বেগম পিরোজপুর পৌরসভার মরিচাল গ্রামের মিরাজ সরদারের স্ত্রী। ঝড়ে আহত এ দম্পতির মেয়ে মাহাজেবিনকে (৬) উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ১৫ মিনিট স্থায়ী এ ঝড়ে পিরোজপুর পৌরসভার ও সদর উপজেলায় গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ চাপা পড়ে অসংখ্য বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
পৌরসভার মরিচাল গ্রামে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়লে রুবী বেগম ও তাঁর মেয়ে মাহাজেবিন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পিরোজপুর সদর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবী বেগমকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক মো. রমজান আলী জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে আহত রুবী বেগমকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। এ ঘটনায় গুরুতর আহত মাহাজেবিনকে (৬) উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পিরোজপুর পৌরসভার পুরাতর বাসস্ট্যান্ড এলাকায় বৈদ্যুতির তারের ওপর গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। শহরের পালপাড়া মহল্লায় গাছ পড়ে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের সড়কগুলোর ওপর গাছ ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে।  

পিরোজপুর পৌরসভার নামাজপুর মহল্লার সাফিউল মিল্লাত বলেন, ১৫ মিনিটের ঝড়ে অসংখ্য গাছ ভেঙে পড়েছে। এতে ঘর, বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরে স্থানীয় লোকজন গাছ কেটে সড়ক পরিষ্কার করার কাজ শুরু করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ মুর্শেদ বলেন, ‘ঝড়ে এক নারীর মৃত্যু ও অর্ধশত বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পেয়েছি। এ ছাড়া সড়কের ওপর ভেঙে পড়া গাছগুলো অপসারণের কাজ শুরু হয়েছে।