বিএনপি-জামায়াত, সিভিল সোসাইটি সবাই বঙ্গবন্ধুকন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক
ফাইল ছবি

বিএনপি-জামায়াত, সিভিল সোসাইটি (সুশীল সমাজ) সবাই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। বঙ্গবন্ধুকন্যা বাংলার মানুষকে যে কথা দিয়েছেন, যে স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্ন পূরণ করেছেন। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, কর্ণফুলী নদীর ওপর সেতু, আশ্রয়ণ প্রকল্প কিন্তু আমাদের চিন্তার বাইরে ছিল। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, “বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না।” তিনি তা করে দেখিয়েছেন।’

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে কসবা উপজেলা আওয়ামী লীগ।

আইনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত বলেছিল, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে মসজিদে উলুধ্বনি হবে। তারা কিন্তু একটা মসজিদও সুন্দর করে বানাতে পারে নাই। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ বানিয়েছেন। বিএনপি-জামায়াত বাংলাদেশকে কোনো দিন সম্মান এনে দিতে পারে নাই। প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছেন।’

আনিসুল হক আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের মুখে কোনো দিন একটা পরিকল্পনার কথা শুনেছেন যে আমরা এমন একটা পরিকল্পনা নিলাম, এত দিনের মধ্যে আমরা স্বল্পোন্নত দেশ হব, মধ্যম আয়ের দেশ হব অথবা উন্নত দেশ হব। বিএনপি-জামায়াতের কেউ এমন পরিকল্পনার কথা যদি বলতে পারেন, তবে আমি রাজনীতি ছেড়ে দেব। তারা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিল। তারপর এটাও তারা ছেড়ে দিয়েছে।’

মন্ত্রী বলেন, ‘আপনারা সবাই জানেন, ওনাদের সময় বাংলাদেশ বিশ্বে পরিচিত ছিল মিসকিনের দেশ ও তলাবিহীন ঝুড়ি হিসেবে। যতই ঢালবেন, ইহা আর ভরবে না। ওনারা প্যারিসে কত টাকা ভিক্ষা দেবে, তার ওপর বাংলাদেশের বাজেট হতো। আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তাঁর দেশের নিজের টাকায় বাজেট দিচ্ছেন।’

নেতা-কর্মীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কসবার মানুষকে অনেক সম্মান দিয়েছেন। তিনি আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়ে আপনাদের অনেক উন্নয়ন করেছেন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানিয়ে দিই।’

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পৌর মেয়র মো. গোলাম হাক্কানীর সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রুস্তম খাঁর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিমুল এহসান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাওসার ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন ভূঁইয়া, কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, কসবা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. শহিদুল্লাহ, কসবা প্রেসক্লাবের সভাপতি মো. সোলেমান খান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন প্রমুখ। বক্তব্য দেন কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া ও আইনজীবী আবদুল্লাহ।