বরিশাল সিটি

আপিল বিভাগেও বাতিল ছাত্রলীগ নেতা রইস আহমেদের মনোনয়ন

বরিশাল মহানগর ছাত্রলীগের বিলুপ্ত কমিটির আহ্বায়ক রইস আহম্মেদ
ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মহানগর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক রইস আহমেদ ওরফে মান্নার মনোনয়নপত্র হাইকোর্টের আপিল বিভাগ বাতিল ঘোষণা করেছেন।

সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের আপিল বিভাগ রইস আহমেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে আদেশ দিয়েছেন। আমরা আদেশটি পেয়েছি। পরবর্তী সিদ্ধান্তের জন্য সেটি নির্বাচন কমিশনে পাঠিয়েছি।’

২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে রইস আহমেদ মনোনয়নপত্র সংগ্রহ করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়ন ফরমে তথ্য গরমিল, সশরীর মনোনয়নপত্র দাখিল না করা এবং ঋণখেলাপি হওয়ায় ১৮ মে রইস আহমেদের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন রইস।

হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বরিশাল নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম আব্বাস চৌধুরী প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আপিল বিভাগ বৃহস্পতিবার দুপুরে রইস আহমেদের মনোনয়ন বাতিল করেছেন।

রইস আহমেদ বরিশাল সিটি করপোরেশনের বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। পুলিশ জানায়, গত ১৪ মে সন্ধ্যায় নগরের কাউনিয়া বাঁশবাজার এলাকায় আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর তিন সমর্থক মনা আহম্মেদ, আবদুল হালিম ও মো. জাহিদকে পিটিয়ে আহত করা হয়।

মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদের নেতৃত্বে এ হামলা হয়েছে অভিযোগে কাউনিয়া থানায় মামলা হয়। ওই মামলায় ১৪ মে মধ্যরাতে রইস আহমেদ ও তাঁর ১২ সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। ১৫ মে রাতে বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এর আগে ৬ মে আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে গণসংযোগ চালানোয় তাঁর কয়েক কর্মীকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া যায় রইস আহমেদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বরিশাল নগরের কাউনিয়া থানায় ৭ মে রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী ছাত্রলীগ কর্মী মো. সোহাগ।