সিরাজগঞ্জে দুই থানার ওসিকে বদলি

বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ পুলিশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন স্বাক্ষরিত এক আদেশে বদলির বিষয়টি জানানো হয়। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা পুলিশ সুপার আরিফুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

আরিফুর রহমান বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে দুই ওসিকে বদলি করা হয়েছে। আদেশে রায়গঞ্জ থানার ওসি রফিকুল ইসলামকে পাবনা জেলায় এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেনকে বগুড়া জেলায় পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

১১ অক্টোবর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার‌ মোড় ও মুলিবাড়ির মাঝামাঝি এলাকায় পুলিশের গাড়িতে ঢিল ছুড়ে মুঠোফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে জেলার রায়গঞ্জে জাল টাকায় ভোট কেনার বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা–সমালোচনা শুরু হয়।