ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মিসভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বুধবার দুপুরে তোলা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মিসভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বুধবার দুপুরে তোলা

কালক্ষেপণ না করে শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান গয়েশ্বরের

‘দুষ্কৃতকারীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। সংস্কারের নামে অযৌক্তিক কালক্ষেপণ না করে শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

আজ বুধবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

গয়েশ্বর রায় আরও বলেন, ‘হাসিনা বলেছিল, শেখ মুজিবুরের মেয়ে পালায় না। সেই হাসিনা ছাত্র-জনতার আন্দোলনে সব ফেলে দেশ ছেড়ে পালিয়েছে। দেশের মানুষ স্বৈরাচার হাসিনা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু জনগণ এখনো তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়।’

তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি মোশারফ হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি আশরাফ আহম্মেদ প্রমুখ।