নীলফামারীতে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে জেলা শহরের পাশে জোরদড়গা এলাকায় নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখার কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিকী (৩৬) ও জলঢাকা উপজেলা মৎস্য কার্যালয়ে কর্মরত মো. আবু তালেব (৫২)। নিহত নুরে আলম সিদ্দিকী নওগাঁ জেলা সদরের খাস নওগাঁ গ্রামের আসাদ আলী প্রামাণিকের ছেলে। নিহত আবু তালেব সৈয়দপুর উপজেলার বাঙালিপুর নিজপাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। আহত পুলিশ সদস্য হলেন সাহাবুদ্দিন আহমেদ (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে অন্য যাত্রীদের সঙ্গে নুরে আলম সিদ্দিকী ও আবু তালেব অটোরিকশায় করে সৈয়দপুর উপজেলা শহর থেকে নীলফামারী আসছিলেন। সকাল ৯টার দিকে জেলা শহরে পাশে জোরদড়গা এলাকায় পৌঁছালে সৈয়দপুরগামী ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আবু তালেব ও নুরে আলম সিদ্দিকী মারা যান। আহত অবস্থায় পুলিশ সদস্য সাহাবুদ্দিন আহমেদকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলাম বলেন, নিহত দুজনের লাশ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাক্টরটি নিয়ে চালক পালিয়ে গেছেন। ট্রাক্টরচালককে শনাক্ত করা চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।