নেত্রকোনায় বিএনপির দুই নেতাকে শোকজ

বিএনপির লোগো
বিএনপির লোগো

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। পাশাপাশি এক নেতাকে সতর্ক করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অনৈতিক কার্যক্রমের অভিযোগ এনে তাঁদের প্রত্যেককে আলাদাভাবে এ নোটিশ দেওয়া হয়েছে। আজ রোববার সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের স্বাক্ষরিত নোটিশের অনুলিপি দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছাড়াও জেলা কমিটির আহ্বায়ক এবং সদস্যসচিবকে দেওয়া হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতারা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাগর আহম্মেদ ওরফে নাজিম এবং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। সতর্কীকরণ নোটিশ পাওয়া নেতা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ারুল ইসলাম।

উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির ওই দুই নেতাকে শোকজ করা হয়েছে। কেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী সাত দিনের মধ্যে স্বশরীর হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তা ছাড়া আরেক নেতাকে সতর্ক করা হয়েছে।

তবে ওই নেতাদের বিরুদ্ধে নির্দিষ্ট কী ধরনের অভিযোগ রয়েছে, তা বলতে রাজি হননি এম এ খায়ের। খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্টের পর আজ দুপুর পর্যন্ত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কলমাকান্দা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদলসহ অন্তত ৯ জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল, কৈলাটি ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক জুয়েল ভূঁইয়া, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে বহিষ্কার করা হয়।