কুমিল্লা আদর্শ সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিন কিশোর নিহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার গোমতী নদীপাড় পালপাড়া এলাকার কুমিল্লা-বুড়িচং সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন (১৪), ভুবনগড় এলাকার প্রয়াত মনির হোসেনের ছেলে মিনহাজুল ইমন (১৬) ও পাশের বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন (১৫)। বিয়ের অনুষ্ঠান থেকে একজনকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে তারা এ দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় আহাদের মামার বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখান থেকে কোরিওগ্রাফার মিনহাজুলকে মোটরসাইকেলে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন আহাদ ও ইমন। যাওয়ার পথে দিবাগত রাত একটার দিকে পালপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটি উদ্ধার করেছে।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, একটি বিয়ের অনুষ্ঠান থেকে যাওয়ার সময় ঘন কুয়াশার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।