বিজয় দিবস নিয়ে মোদির পোস্টের সমালোচনা করলেন সাখাওয়াত হোসেন

মেরিন একাডেমি সিলেটের তৃতীয় ব্যাচ শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে
ছবি: প্রথম আলো

মহান বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টের সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী তাঁর মতো করে বলেছেন। বিশ্ববাসী জানেন, এ ব্যাপারে এটা কোনো নতুন ব্যাপার নয়। আজকে ৫২ বছর হয়ে গেছে, ১৬ ডিসেম্বর ও ৯ মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ। আমি শুধু এইটুকু মনে করি, এইটা আমাদের যুদ্ধ। আমাদের প্রাণহানি হয়েছে। আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি হয়েছে এবং ৯ মাস আমাদের দেশ একটা বড় ধরনের রক্তাপাতের মধ্যে ছিল। আমাদের যাঁরা মুক্তিযুদ্ধ করে প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাঁদের প্রতি আমরা সব সময় শ্রদ্ধা জানাই।’

আজ মঙ্গলবার দুপুরে সিলেট মেরিন একাডেমি সিলেটের তৃতীয় ব্যাচ শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য প্রসঙ্গে এসব কথা বলেন সাখাওয়াত হোসেন।

গতকাল সোমবার মহান বিজয় দিবসে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টে মোদি লিখেছেন, ‘আজ বিজয় দিবসে ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাঁদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। দিনটি তাঁদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাঁদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’

ভারতের প্রধানমন্ত্রীর এমন কথায় মুক্তিযোদ্ধাদের মধ্যে যাঁরা বেঁচে আছেন, তাঁরাও আহত হবেন মন্তব্য করে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘যাঁরা বেঁচে আছেন, তাঁরাও আহত হবেন। কারণ, আমরা আমাদের যুদ্ধটি শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরাই সমাপ্ত করেছি। সেখানে সাহায্য–সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এতে সন্দেহ নাই। আমরা সেটাও স্মরণ করি এবং সব সময় স্মরণ রাখব। একটা “ফ্রেন্ডলি কান্ট্রি” হিসেবে এখন ওটা যদি ওনারা অন্যভাবে ইতিহাসে দেখেন, সেটা ওনাদের ব্যাপার। আমরা আমাদের ইতিহাসে মনে করি আমাদের মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা।’

নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মন্তব্য নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘রাজনৈতিক দলের নিজস্ব চিন্তাভাবনা আছে। ওনারা রাজনীতি করেন। ওনাদের চিন্তাভাবনা কখন কোনটা বলতে হয়, কী বলেন, কেন বলেন, সেটা সম্পূর্ণভাবে ওনারা জানেন। ওনাদের মনের খবর আমি বলতে পারব না। রাজনীতি রাজনীতির জায়গায়। প্রধান উপদেষ্টা যখন বলেছেন, নিশ্চয়ই একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ হবে, সংস্কারগুলো শেষ হবে।’

এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা জানান, মেরিন একাডেমিগুলোকে আরও বৃহৎ পরিসরে নেওয়ার চেষ্টা চলছে। নাবিকদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য দক্ষ ও প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মেরিনে নারীদেরও সম্পৃক্ত করতে বিদেশ থেকে প্রশিক্ষক আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মেরিনে আমাদের নারীদেরও সম্পৃক্ত করার লক্ষ্যে বিদেশ থেকে পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী প্রশিক্ষককে দেশে আনা হয়েছে। এতে মেরিন একাডেমিগুলো আরও সমৃদ্ধ হবে। নারীরাও চ্যালেঞ্জিং এই পেশায় যুক্ত হবেন।’

সিলেট মেরিন একাডেমির তৃতীয় ব্যাচ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪১ জন ক্যাডেট একাডেমিক কোর্স সম্পন্ন করেছেন। তাঁরা অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করেন। উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ভবিষ্যতে মেরিন একাডেমিগুলোকে নৌবাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন করা হবে, যাতে মেরিন একাডেমিতে পড়াশোনা শেষ করে নৌবাহিনীতে যোগ দেওয়া যায়।