মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন আবদুস সালাম, নান্দাইলে আনন্দমিছিল

মেজর জেনারেল (অব.) আবদুস সালামের মন্ত্রিসভায় স্থান পাওয়ার খবরে ময়মনসিংহের নান্দাইলে আনন্দমিছিল। বুধবার রাতে
ছবি: প্রথম আলো

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আবদুস সালামের মন্ত্রিসভায় স্থান পাওয়ার খবরে ময়মনসিংহের নান্দাইলে আনন্দমিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা।

আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে খবরটি গণমাধ্যমে প্রচার হওয়ার পর নেতা-কর্মীরা প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে আনন্দমিছিল বের করেন। মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে।

ময়মনসিংহ-৯ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আবদুস সালাম

দলীয় সূত্রে জানা যায়, আবদুস সালাম সেনাবাহিনীর চাকরি শেষে ব্রাজিলের রাষ্ট্রদূত হন। সেই চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি ১৯৯৬ সালে প্রথমবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে দলের প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। ২০০৮ সালে আবারও দলের মনোনয়নে নির্বাচন করে বিজয়ী হন। এরপরের দুই সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন না পেলেও দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন পান।

এবারের নির্বাচনে আবদুস সালাম নৌকা প্রতীকে ৮২ হাজার ৩৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান ঈগল প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ১০০ ভোট। আনোয়ারুল আবেদীন খান ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

দলের নেতা-কর্মীরা জানান, আবদুস সালাম ২০০১ সাল থেকে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৪ সালে দলীয় মনোনয়ন না পাওয়ার পর সে সময় দলের অনেক নেতা-কর্মী তাঁকে ছেড়ে চলে গেলেও তিনি একজন দক্ষ সংগঠক হিসেবে নান্দাইল উপজেলা আওয়ামী লীগকে ধরে রেখেছেন। তাঁর সঠিক নেতৃত্বের কারণে অনেক বাধা ডিঙিয়ে ২০২২ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি ওই সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হন।

আবদুস সালামের মন্ত্রী হওয়ার খবরে উচ্ছ্বসিত নান্দাইল পৌর শহরের বাসিন্দা আলী আফজল খান বলেন, স্বাধীনতার পর নান্দাইল থেকে অনেকেই রাজনীতি করেছেন। কিন্তু এবারই প্রথম কেউ মন্ত্রী হচ্ছেন। আবদুস সালামের মতো একজন যোগ্য রাজনীতিবিদকে মূল্যায়ন করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।