নড়াইল সদর উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে উপজেলার চাঁচড়া এলাকার যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ হাসান ওরফে মাহফুন (১৬) সদর উপজেলার তুলারামপুর গ্রামের রিপন খানের ছেলে এবং তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী রিয়ানের বন্ধু খায়রুজ্জামান আহত হয়েছে। সে একই এলাকার শরিফুল ইসলামের ছেলে এবং চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার তুলারামপুরে নিজ বাড়ি থেকে রিয়াদ ও খায়রুজ্জামান মোটরসাইকেলে করে যশোর-নড়াইল মহাসড়ক দিয়ে তুলারামপুর বাজারের দিকে যাচ্ছিল। তুলারামপুর শিকদার বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় রিয়াদ ও খায়রুজ্জামান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুজনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত বলে ঘোষণা করেন। খায়রুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রিয়াদের চাচা আহসান হাবীব জানান ঘটনাস্থলে গিয়ে তাঁরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। তাঁরা জানিয়েছেন, বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করছিল। তখন কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শওকত হোসেন প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে, অন্যজন গুরুতর আহত হয়েছেন। মোটরসাইকেলের সঙ্গে যে যানবাহনটির সংঘর্ষ হয়েছে চালক সেটি নিয়ে পালিয়ে গেছেন। ওই যানবাহন বা চালককে আটক করা যায়নি।