গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এবং সাদপন্থীদের কার্যক্রম আজীবন নিষিদ্ধের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় জোবায়েরপন্থীরা ওই বিক্ষোভ সমাবেশ করেন।
মাওলানা জোবায়েরপন্থী মুসল্লিরা জানান, ১৮ ডিসেম্বর রাতে সাদপন্থীরা ইজতেমার ময়দানে অতর্কিত হামলা চালালে জোবায়েরপন্থী তিনজন নিহত হন। এ হামলায় দুই শতাধিক মুসল্লি আহত হন। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে জোবায়েরপন্থীরা সাদপন্থীদের কার্যক্রম আজীবন নিষিদ্ধের দাবি জানান।
কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি ইমদাদুল হকের সভাপতিত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান, মুফতি আবদুর রউফ ইউসুফি, মাওলানা সালমান দেওয়ান, তাবলিগের সাথি আজাহারুল ইসলাম, মুফতি কাজী আবদুল্লাহ আল মাসুম প্রমুখ।