হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে, বিএনপির ৪৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ শহরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গাড়ি ভাঙচুর করা হয়। বুধবার রাতে শায়েস্তানগর কবরস্থান এলাকায়
ছবি: প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর হবিগঞ্জ শহরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। জেলা বিএনপির ৪৭ নেতা–কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে আজ শুক্রবার সকালে পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিরুজ্জামান মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপির নেতা–কর্মীরা শহরে ৩-৪টি গাড়ি ভাঙচুর করেছেন; পুলিশের ওপর হামলা করেছেন। এতে তাঁদের কয়েক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আজ শুক্রবার সকালে মামলা হয়েছে। সদর থানার উপপরিদর্শক হেমায়েত উল্লাহ বাদী হয়ে মামলাটি করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত বুধবার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির নেতা-কর্মীরা শহরের শায়েস্তানগর কবরস্থান এলাকায় জড়ো হন এবং তফসিলের বিরুদ্ধে বিক্ষোভ করেন। খবর পেয়ে সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের সঙ্গে দলের নেতা–কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। বিএনপির নেতা–কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। প্রায় আধা ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষ চলে ওই দিন রাত ১০টা পযর্ন্ত। এ সময় হবিগঞ্জ সদর থানার ৭ পুলিশ সদস্যসহ প্রায় ২৫ জন আহত হন। বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

অপর দিকে এ সংঘর্ষের আধা ঘণ্টা আগে একই দিন রাত আটটায় শহরের টাউন হল এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পাশাপাশি প্রাইভেট কারসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।