শীতের দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের অদূরে রেলগেট এলাকায় রেললাইনের ওপর বসে রোদ পোহাচ্ছিলেন নিতাই আগরওয়ালা (৫২)। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি রেলগেট এলাকায় ঢুকে পড়ে। তাড়াহুড়া করে রেললাইনের ওপর থেকে উঠতে গিয়ে নিতাই আগরওয়ালা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
রোববার দুপুরে এ ঘটনায় ঘটে। নিহত নিতাই আগরওয়ালা আক্কেলপুর পৌর শহরের পুরোনো বাজার মহল্লার মৃত হীরালাল আগরওয়ালার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আক্কেলপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, নিতাই আগরওয়ালা খাবারের সময় আর রাতের বেলায় বাড়িতে গিয়ে ঘুমাতেন। এ ছাড়া সারা দিনই আক্কেলপুর রেলগেটের আশপাশে বসে থাকতেন। রোববার সকালেও তিনি বাড়ি থেকে এসে রেলগেট এলাকায় ঘোরাফেরা করেন। এরপর রোদ পোহাতে রেলগেট এলাকায় ২ নম্বর লাইনে বসে ছিলেন। এ সময় খুলনাগামী রকেট মেইল ট্রেনটি রেলগেটে ঢুকে পড়ে। বিষয়টি টের পেয়ে তিনি রেললাইন থেকে উঠতে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্বজনেরা এসে লাশটি নিয়ে যান।
নিহত নিতাইয়ের বড় ভাই গণেশ আগরওয়ালা বলেন, ‘নিতাই অবিবাহিত ছিল। আমরা লাশ দাহ করতে নিয়ে এসেছি।’
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন বলেন, আক্কেলপুর রেলগেট এলাকায় রকেট মেইল ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। স্বজনেরা লাশ নিয়ে গেছেন। পরিবারের কোনো অভিযোগ নেই।