সিরাজগঞ্জ জেলা কারাগারে আতাউর রহমান (আঙ্গুর) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
আতাউর রহমান (৫৫) সিরাজগঞ্জ পৌরসভার দত্তবাড়ি মহল্লার বাসিন্দা এবং পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। আতাউর রহমান একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ১ নভেম্বর থেকে কারাগারে ছিলেন।
সিরাজগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে আতাউর রহমান হঠাৎ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। দ্রুত কারাগার থেকে তাঁকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গত ২৬ অক্টোবর সিরাজগঞ্জ সদর থানায় সন্ত্রাস দমন আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এই মামলার আসামি ছিলেন আতাউর রহমান।
কারাগারের জেল সুপার কামরুল হুদা প্রথম আলোকে বলেন, আতাউর রহমান দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তিনি কারা হাসপাতালেও চিকিত্সারত ছিলেন। আজ মঙ্গলবার ভোরে হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।