বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় রোববার সকালে তোলা।
বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় রোববার সকালে তোলা।

সোনারগাঁয়ে বসুন্ধরা পেপার মিলে বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ‘বসুন্ধরা পেপার মিলস লিমিটেড’ কারখানায় বিস্ফোরণে অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকায় কারখানার একটি ইউনিটে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন, বিপ্লব (২৮), আল আমিন (২৪), মো. তামজিদ শেখ (৪০), মো. তন্ময় (২৫), মো. শাওন (২৪), মো. নূর ইসলাম (২৩), মো. হাসান (২২), হাসান (১৮), চঞ্চল (২৬) ও মো. আরিফ (২৭)। তাঁদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে বিপ্লবের ২০ শতাংশ, আল আমিনের ১৫ শতাংশ, মো. তামজিদ শেখের ১২ শতাংশ, মো. তন্ময়ের ১১ শতাংশ, মো. শাওনের ৮ শতাংশ, মো. নূর ইসলাম, মো. হাসান , হাসানের ৬ শতাংশ , চঞ্চলের ৫ শতাংশ ও মো. আরিফের ৪ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

কারখানাটির ও এয়ারফ্রেশনার তৈরির ইউনিটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি প্রথম আলোকে বলেন, গ্যাসের সংযোগ থেকে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কারখানার নিজস্ব ফায়ার ইউনিট আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (নারায়ণগঞ্জ-২) উপসহকারী পরিচালক আবদুল মন্নান বলেন, সকালে কারখানার পক্ষ থেকে আগুনের খবর জানানো হয়। কিন্তু ফায়ার সার্ভিস রওনা হওয়ার আগেই আগুন নিভে গেছে বলে কারখানা থেকে আবার জানানো হয়। তখন বিস্ফোরণ বা দগ্ধের বিষয়টি তাদের জানানো হয়নি। পরে দগ্ধের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিক তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় বসুন্ধরা পেপার মিলস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সংবাদকর্মীরা কারখানার সামনে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকার কথা বলে নিরাপত্তাকর্মীরা তাঁদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেননি।

দুপুরে প্রতিষ্ঠানটি পরিদর্শন শেষে সোনারগাঁ ফায়ার স্টেশনের কর্মকর্তা সুজন কুমার হালদার বলেন, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ইউনিট-১ এর ভেতরে একাধিক প্রতিষ্ঠান আছে। সকালে কারখানাটির এয়ারফ্রেশনার তৈরির অংশে শ্রমিকেরা কাজ করার সময় কারখানাটির র‍্যাপিং মেশিন ওভারহিট হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন সেখানে থাকা এয়ারফ্রেশনারের বেশ কিছু বোতল বিস্ফোরিত হয়ে শ্রমিকেরা দগ্ধ হন।