দেশের উত্তরাঞ্চলীয় জেলা নীলফামারীতে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানে গতকাল শনিবারের চেয়ে আজ রোববার একলাফে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। মাঝারি শৈত্যপ্রবাহের কারণে খেটে খাওয়া মানুষের পাশাপাশি শিশু ও বয়োবৃদ্ধ মানুষেরাও বিপাকে পড়েছেন। কুয়াশার কারণে পর্যাপ্ত দৃষ্টিসীমা না থাকায় সৈয়দপুর বিমানবন্দর থেকে আজ সকালে কোনো উড়োজাহাজ ছেড়ে যায়নি।
সৈয়দপুর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, আজ সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা ও তীব্র শীত বিরাজ করছে। সৈয়দপুর বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ১০০ মিটারের মধ্যে। এ কারণে উড্ডয়নের জন্য স্বাভাবিক দৃষ্টিসীমা না থাকায় উড়োজাহাজগুলো রানওয়েতে অবস্থান করছে। দুপুরের আগে এ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে জানান এই কর্মকর্তা।
এদিকে কুয়াশা ও শীত উপেক্ষা করে বেশ কিছু শিক্ষার্থী বিদ্যালয়ের সামনে এসেছে। সেখানে এসে তারা জানতে পেরেছে, আজ ও সোমবার শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি ঘোষণা অনুযায়ী, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে হয়।