দিনাজপুরের বিরামপুর পৌরশহরের জোলাগাড়ি গ্রামের নাম পরিবর্তন করে রূপনগর করা হয়েছে
দিনাজপুরের বিরামপুর পৌরশহরের জোলাগাড়ি গ্রামের নাম পরিবর্তন করে রূপনগর করা হয়েছে

‘জোলাগাড়ি’র নাম হলো ‘রূপনগর’, গ্রামবাসীর আনন্দ আর ধরে না

গ্রামের বিদঘুটে নাম নিয়ে অনেকে টিটকারি করত। গ্রামের নামের সঙ্গে মিল রেখে গ্রামের বাসিন্দাদের নামেও কাটা হতো টিপ্পনী। এ নিয়ে গ্রামের সবাইকে পড়তে হতো বিব্রতকর অবস্থায়। ১০০ বছরের বেশি সময় ধরে চলা এই অবস্থার পরিবর্তন হলো। ‘জোলাগাড়ি’ গ্রামের নাম পরিবর্তন করে করা হলো ‘রূপনগর’। এ জন্য গ্রামবাসীর আনন্দ আর ধরছে না।

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের অনেক পুরোনো গ্রাম জোলাগাড়ি। গতকাল বৃহস্পতিবার ঈদের দিন সকাল সাড়ে ৯টার দিকে জোলাগাড়ি গ্রামের নাম পরিবর্তন করে রূপনগর করা হয়। স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক উপস্থিত থেকে এ নামকরণের উদ্বোধন করেন। একই সঙ্গে গ্রামের প্রবেশপথ থেকে শেষ মাথা পর্যন্ত সড়কের নামকরণ হয় শেখ রাসেল সড়ক।

গতকাল বিকেলে রূপনগর গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের নারী-পুরুষ জটলা বেঁধে খোশগল্প করছেন। সবার মুখে গ্রামের নতুন নাম রূপনগর নিয়েই আলোচনা চলছে।

গ্রামের নাম জোলাগাড়ি রাখার ইতিহাস ওই গ্রামের কেউ তেমন বলতে পারেননি। এই গ্রামে ১২৬টি পরিবারে এক হাজারের বেশি লোকের বসবাস। গ্রামের ভোটার ৬৫০ জন। গ্রামের প্রবীণ বাসিন্দা ইসমাঈল হোসেন (৭৬) বলেন, ‘আমার বাপ-দাদার মুখে এই গ্রামের নামের ইতিহাস তেমন জানতে পারিনি। নামটি আগে থেকেই প্রচলিত থাকলেও ১৯৬২ সালে ভূমি রেকর্ডের (এসএ) সময় মৌজার নাম কাগজে-কলমে জোলাগাড়ি হয়। গ্রামের ভেতর জোলাগাড়ি নামে একটি বিলও আছে।’

রূপনগর গ্রামের গৃহিণী উম্মে কুলসুম বলেন, ‘২০০৭ সালে এই গ্রামে আমার বিয়ে হয়। জোলাগাড়ি গ্রামে বিয়ে হওয়ায় আমার বাপের বাড়ির মানুষ এত বছর ধরে আমাকে জুলি বলে খ্যাপাইছে। আত্মীয়স্বজন আমাকে “তোর তো জোলার সঙ্গে বিয়ে হয়েছে” বলে খ্যাপাত। আমাদের ছেলেমেয়েদেরও নানা কথা শুনতে হতো। গ্রামের নাম রূপনগর হলো, শুনতেই ভালো লাগছে।’

আলাপচারিতায় রূপনগর গ্রামের বাসিন্দা বাবুল হোসেন বলেন, ‘আমি তো শ্বশুরবাড়ি গেলে আমার শ্যালক-শ্যালিকারা আমাকে “জোলা জামাই” বলে ইয়ার্কি করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমি জোলাগাড়ি গ্রামের রাস্তা পাকা করার বিষয়ে কথা বলতে সংসদ সদস্য শিবলী সাদিককে মুঠোফোনে কল দিয়েছিলাম। তখন তিনি আমার গ্রামের নাম শুনে বলেছিলেন, এটি আবার কেমন নাম! আজ সকালে সংসদ সদস্য জোলাগাড়ি গ্রামে এসে গ্রামের নাম রূপনগর করার শুভ উদ্বোধন করেন।’
স্থানীয় পৌর কাউন্সিল নূর আলম বলেন, গ্রামের নামটি শুনতে খারাপ লাগত। ওই গ্রামের প্রবীণ ব্যক্তি লুৎফর রহমানের নেতৃত্বে গণ্যমান্য ব্যক্তিরা মিলে রূপনগর নামটি ঠিক করেন।