নরসিংদীতে চুরির অভিযোগে আটকে রেখে দফায় দফায় নির্যাতন, যুবকের মৃত্যু

নির্যাতন
প্রতীকী ছবি

বিদ্যালয়ে ঢুকে গতকাল বুধবার ভোরে সিলিং ফ্যান চুরি করছিলেন স্থানীয় একজন যুবক। সিসিটিভি ক্যামেরায় ধারণ হতে থাকা এ দৃশ্য সাহ্‌রি খেতে উঠে নিজের মুঠোফোনে দেখেন প্রধান শিক্ষক। তিনি বেশ কয়েকজনকে ডেকে নিয়ে তখনই বিদ্যালয়ে গেলে হাতেনাতে ধরা পড়ে যান ওই যুবক। ভোর ৪টা থেকে বেলা ২টা পর্যন্ত তাঁকে দফায় দফায় মারধর করা হয়। একপর্যায়ে বাড়িতে খবর পাঠিয়ে স্বজনদের ডেকে এনে গুরুতর আহত অবস্থায় তাঁকে তুলে দেওয়া হয়। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় নিতে বলেন। স্বজনেরা ঢাকায় না নিয়ে বাড়িতে ফেরেন। এর কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়।

নরসিংদীর রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের এস এম আইডিয়াল হাইস্কুল নামের একটি বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। গতকাল রাত ১০টায় রায়পুরা থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠালে ঘটনাটি জানাজানি হয়।

নিহত যুবকের নাম আল আমিন (৩৫)। তিনি রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আগে থেকেই এলাকায় ‘চোর’ হিসেবে তিনি পরিচিত ছিলেন। চোরাই জিনিস বিক্রি করে তিনি মাদক সেবন করতেন।

নিহত আল আমিনের ভাতিজা সুজন মিয়া বলেন, ‘চুরি করতে গিয়েছিলেন বলে কি মারধর করে মেরে ফেলতে হবে? ভোর থেকে দুপুর পর্যন্ত হাত-পা বেঁধে দফায় দফায় মারধর করা হয়েছে। এভাবে না মেরে তাঁকে তো পুলিশের কাছেও দিতে পারতে। তাঁর দুইটা বাচ্চা এতিম হয়ে গেল।’

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর চারটার দিকে আল আমিন লোচনপুর গ্রামের এস এম আইডিয়াল হাইস্কুলের ভেতরে যান। এরপর একটি কক্ষের তালা ভেঙে সিলিং ফ্যান খোলার চেষ্টা করেন তিনি। ওই সময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিপ্লব মিয়া সাহ্‌রি খাওয়ার সময় মুঠোফোনে বিদ্যালয়ের গেটে থাকা সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যে চোখ বোলাচ্ছিলেন। ভেতরে যুবকের প্রবেশ এবং একটি কক্ষের তালা ভেঙে সিলিং ফ্যান চুরির বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজনকে ডেকে জড়ো করেন তিনি। সবাই মিলে বিদ্যালয়ে গিয়ে আল আমিনকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাঁকে একটি কক্ষে হাত–পা বেঁধে আটকে রেখে পিটুনি দেন তাঁরা।

সকাল হওয়ার পর দফায় দফায় দল বেঁধে লোকজন এসে আল আমিনকে ওই অবস্থায় মারধর করেন। কখনো কিল-চড়-ঘুষিতে, কখনো আবার লাঠি হাতে নির্যাতন চলে। এভাবে বেলা দুইটা পর্যন্ত নির্যাতনের পর একসময় আল আমিন অচেতন হয়ে যান। এরপর তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। বেলা তিনটায় স্বজনেরা বিদ্যালয়টিতে গেলে অচেতন অবস্থাতেই আল আমিনকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়। তাঁকে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু তাঁর পরিবারের সদস্যরা বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে ঢাকায় না নিয়ে বাড়িতে ফেরেন। সাড়ে পাঁচটার দিকে আল আমিনের মৃত্যু হয়।

খবর পেয়ে বুধবার সন্ধ্যা সাতটার দিকে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেনসহ একদল উপপরিদর্শক নিহত আল আমিনের বাড়ি ও ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর রাত ১০টায় আল আমিনের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নুরউদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, গতকাল বিকেলে হাসপাতালে নিয়ে আসা আল আমিন নামের ওই রোগীর সারা শরীরে মারধরের চিহ্ন ছিল। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। হাসপাতাল থেকে চলে যাওয়ার পর তাঁর সঙ্গে কী হয়েছে, তা জানা নেই।

রায়পুরা থানার ওসি সাফায়েত হোসেন বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ামাত্রই মামলা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা তাঁর মৃত্যুর খবর জানতে পেরেই গা ঢাকা দিয়েছেন। এখন পর্যন্ত কাউকে আটক করা না গেলেও চেষ্টা চলছে। দ্রুতই তাঁদের আইনের আওতায় আনা হবে।