ভালো বই হচ্ছে সবার বন্ধু, শিক্ষক, অভিভাবকের মতো। বই মানুষকে আলোকিত পথ দেখায়। তাই প্রকৃত মানুষ হতে গেলে বই পড়তে হবে। আজ শনিবার সকালে ফেনী শহরের মিজান রোডের ভাষাশহীদ সালাম কমিউনিটি সেন্টারে বিকাশের উদ্যোগে ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথিরা এ কথা বলেন।
চলতি বছর সারা দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। তাদের এই উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট। উদ্যোগের অংশ হিসেবে ফেনীতে আজ ১০টি প্রতিষ্ঠানে ৩ হাজার ৭০টি বই বিতরণ করা হয়েছে। বই বিতরণে সহযোগিতা করে প্রথম আলো ফেনী বন্ধুসভা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন, ন্যাশনাল কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলা সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন, জেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন উর রশিদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরের গ্রন্থাগার ছাগলনাইয়া গণপাঠাগারের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ফেনী সিটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, ফেনী পৌর বালিকা বিদ্যা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.ওবায়দুল্যাহ।
ফেনীতে বই পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ছাগলনাইয়া পাঠাগার, মহামায়া গণপাঠাগার, সোনাগাজীর শহীদ কায়সার-রায়হান স্মৃতিগণ পাঠাগার, ফুলগাজীর আজমেরি বেগম বালিকা উচ্চবিদ্যালয়, ফেনী পৌর বালিকা বিদ্যা নিকেতন, ফেনী সদর উপজেলার বাগেরহাট উচ্চবিদ্যালয়, সাঈদী-মেহেদী পৌর বিদ্যা নিকেতন, দাগনভূঞার রঘুনাথপুর উচ্চবিদ্যালয়, সোনাপুর উচ্চবিদ্যালয় ও ফেনী সিটি গার্লস বালিকা উচ্চবিদ্যালয়।
প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের বলেন, নতুন প্রজন্মকে বইমুখী করতে বিকাশ ১০ বছর ধরে বই বিতরণ করছে। এ বছর ১ লাখ ২০ হাজার বই দিচ্ছে। অবহেলিত ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বই পৌঁছে দিতে বিকাশের এই উদ্যোগ চলমান থাকবে। অনুষ্ঠানে প্রথম আলো ফেনী বন্ধুসভার উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।