নরসিংদীর রায়পুরায় কাঁকন নদে দল বেঁধে গোসলে নেমে তলিয়ে যাওয়ার ১৬ ঘণ্টা পর পাঁচ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তার লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের লোকজন লাশ উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
ডুবে মারা যাওয়া ওই শিশুর নাম আজহার। সে রায়পুরা পৌরসভার তাত্তাকান্দা এলাকার ফকির বাড়ির জামাল ফকিরের ছেলে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে নদে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।
ফায়ার সার্ভিস ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে স্থানীয় কয়েক শিশুর সঙ্গে কাঁকন নদের ঘাটে যায় আজহার। সাঁতার না জানায় গোসল করতে নেমে সে নদের পানিতে তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা শিশুরা তাকে খুঁজে না পেয়ে তার বাড়িতে খবর দেয়। স্বজন ও স্থানীয় লোকজন রাত ১২টা পর্যন্ত নদে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দূরে কচুরিপানার মধ্যে শিশুটির লাশ ভেসে উঠে। খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. ফারুক আহম্মেদ শিশুটির লাশ উদ্ধার করেন।
ফারুক আহম্মেদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে গতকাল রাত আটটায় তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু রাতে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। আজ সকালে লাশ ভেসে উঠলে শিশুটির লাশ উদ্ধার করা হয়।